পাতা:সন্দেশাবলি.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ १ ) উদয়নালা ৷ বঙ্গদেশে রাজমহল সমৃক্ত ও মুরশি দাবাদহইতে ৬২ ক্রোশ উত্তর পশ্চিম দিগে উদয়নাল নামক এক নগর আছে। ই০২ ১৭৬৪ বাণ ১১৭ ১ শালে মেজর জাদ মের অলপ সৈন্যের মীর কাসিমের সৈন্য সহিত যুদ্ধে জয়ী হও য়াতে এই নগর পুসিদ্ধ হইয়াছে ও এ নগরে শাহজাহান বাদ শাহের দ্বিতীয় পুত্র শাহ শুজাকর্তৃক জাবনিক রীতানুসারে নিৰ্ম্মিত অত্যুৎচুষ্ট এক সেতুঅাছে। ৩৯ ৷ উদয়পুর। আজমের প্রদেশে বাস নদীর দক্ষিণদিগে পৰ্বতোপরি উদয়পুর নামক এক নগর আছে, তথা গমনের তিন পথ আছে, তাহার এক পথে শকট গমনাগমন করে, অন্য দুই পথে কেবল এক ঘোটক গমন করিতে পারে, ইহার নিকটে অথচ পৰ্বতের নিম্নভাগে অল্প মৃত্তিক খননে কুপ হয়, আর তাহাতে যে পৰ্বতীয় জল নিঃসৃত হয়, তদূর আকরীয় দুৰ্য কণী নিঃসরণ হয়। উদয়পুরের রাণ অর্থাৎ রাজা তাবৎ রাজপুত জাতির শ্ৰেষ্ঠ এমত ব্যক্ত আছে, কিন্তু ঐশ্বৰ্য্য বিষয়ে জয়নগর ও যোধপুরের রাজাদিগের অপেক্ষায় নান হইবেক। জবনের উদয় পুরের এই নৃপকুলেদ্ভিবেরদিগকে অতিশয় মান্য করে, যেহে তৃক জাবনিক পুস্তকে লেখে, যে মহম্মদের জন্ম হইলে এই রাজা পারস্য দেশীয় নওসেরওয়ান বাদশাহের ব০২শীয় স্ত্রীর গর্ভো ম্ভব। ই০২ ১৮০৭ বাণ২ ১২১৪ শালে জয়নগর ও যোধপুরের রাজার উভয়ে পরল্পর উদয়পুরের রাজকন্যার বিবাহে প্রতিজ্ঞ করত যুদ্ধ উপস্থিত করিয়াছিল, ইত্যবসরে মহারাষ্ট্ৰীয়ের দলু বৃত্তিদ্বারা এ স্থানের অনেক ধনাপহরণ করিল। ৪০ ৷৷