পাতা:সন্দেশাবলি.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( е с ) জলাশয়আছে, ও কাবোল নদী গমন করিয়াছে। কাৰোল নগরে তাবৎ অপকৃ ইষ্টক ও প্রস্তর মৃত্তিক সৎ-যোগে কদৰ্য রূপে নিৰ্ম্মিত গৃহ ও পূৰ্ব দিগে বালারসর নামক বাদশাহের পরী অাছে, এব০২ নগরের অন্তঃপাতি নানা উদ্যান মধ্যে উপাদেয় ফল জন্মে। ইহার ভূমিতে ঝিলের জল সেচন হয় কিন্তু এ রাজ্যে কোন শস্য যথেষ্ট জন্মে না, অপর এ রাজ্যের মধ্যে আফগান নামক এক দুরাত্মা জাতির বসতি আছে, তাহার। পরশ্ৰী কাতর ,ও বিপক্ষতা করে। এতদ্ভিন্ন নানা জবন জাতি ও অাছে, নগরের মধ্য স্থলে জাহাঙ্গীর বাদশাহের বর্তমান কালে চারি হট্ট স্থান নির্মিত হয়, তথা চিনি ও তুলা ও পেশোঁর হইতে অধিকাংশ বস্ত্র আইসে এবং এ নগর হইতে লৌহ চৰ্ম্ম ও তামুকুট তথা প্রেরিত হইয়া থাকে, আর কান্ধার দেশে ও লৌহ, চৰ্ম্ম ও দীপ তৈল গমন পর্যুক তৎপরিবর্তে পারস্য দেশীয় ও ইউরোপীয় নানা প্রকারদুবাদি এই রাজ্যে আগমন হয়। ই০২ ১১৭ বাণ২ ৪০৪ শালে এই রাজ্যের প্রবৃদিগস্থ গজনেনীয় সুবক্তগী নামক প্রথম বাদশাহ কাবোল দেশ আক্রমণ করিয়াছিলেন, তৎপরে ই০২ ১০ ০৮ বাণ২ ৪১৫ শালে সুলতান মহমূদ কর্তৃক তাহ অধি কার হইল। ই ১৭৩৯ বা ১১৪৬শালে দিল্লী রাজ্য হইতে নাদেরশাহ এ রাজ্যাধিকার করিলেন, ইহার বিশেষ আফগান স্থানের বৃত্তান্তে ব্যক্ত আছে, ই০২ ১৮০১ বাণ২১২ ১৬ শালে ফুন্সি ও পারস্য দেশীয়ের একত্র হইয়। আফগানীয় স্থানের আবঙ্গালি নামক রাজধানী ও ভারতবর্ষস্থ ই^লণ্ডীয়ের রাজ্যাক্রমণ করিতে ইচ্ছক হইলে, লার্ডমিন্টে নিজ রাজ্য রক্ষার্থে হানারেবিল মৌণ্টষ্টুয়াট এলিফিনষ্টন কে কাবোলে