পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০২
সন্ধ্যা সঙ্গীত।


তারি ভাষা বুঝিলি যখন,
তারি ব্যথা জানিলি যখন
তখন একটি বিন্দু অশ্রুবারি চাই!
(আর,কিবা চাই!)

আয় সখি কাছে মোর আয়,
কথা এক শুধাব তোমায়-
এত গান শুনালেম এত অনুরাগে
কথা তার বুকে কিলো লাগে?
একটি নিশ্বাস কিলো জাগে?
কথা শুধু শুনিয়া কি যাস্‌?
ভাল মন্দ বুঝিস্‌ কেবল?
প্রাণের ভিতর হতে
উঠে না একটি অশ্রুজল?