পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২২
সন্ধ্যা সঙ্গীত।

সকলেই মোরে ফেলে গেল
সকলেই চ’লে গেল গো!”

একবার ফিরে তারা চেয়েছিল কি?
বুঝি চেয়ে ছিল।
একবার ভুলে তারা কেঁদেছিল কি?
বুঝি কেঁদেছিল।
বুঝি ভেবে ছিল—
“লয়ে যাই—
নিতান্ত কি একেলা কাঁদিবে?
না-না কি হইবে লয়ে?
কি কাজে লাগিবে?”
তাই বুঝি ভেবেছিল!
তাই চেয়েছিল।

তার পরে? তার পরে!
তার পরে বুঝি হেসেছিল!
হসিত কপোলে তারি
এক ফোঁটা অশ্রু বারি
মুহূর্ত্তেই শুকাইয়া গেল!