এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দুঃখ আবাহন।
৩৩
জননীর স্নেহে তােরে করিব পােষণ!
হৃদয়ে আয়রে তুই হৃদয়ের ধন!
যখনি হইবি শ্রান্ত বুকেতে রাখিস্ মাথা!
সে বিছানা সুকোমল শিরায় শিরায় গাঁথা!
সুখেতে ঘুমাস্ তুই
হৃদয়ের নীড়ে;
অতি গুরুভার তুই-
দুয়েকটি শিরা তাহে যাবে বুঝি ছিঁড়ে,
যাক্ ছিঁড়ে!
জননীর স্নেহে তােরে করিব বহন,
দুর্ব্বল বুকের পরে করিব ধারণ,
একেলা বসিয়া ঘরে অবিরল এক স্বরে
গাব তাের কানে কানে ঘুম পাড়াবার গান!
মুদিয়া আসিবে তাের শ্রান্ত দুনয়ান!
প্রাণের ভিতর হতে উঠিয়া নিশ্বাস
শ্রান্ত কপালেতে তাের করিবে বাতাস,
তুই সুখেতে ঘুমাস্!
আয় দুঃখ আয় তুই!
ব্যাকুল এ হিয়া!