পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পাষাণী।

ঘৃণা হলাহল যদি পাই
ভালবাসা ক'রে বিনিময়,
বুক ফেটে অশ্রু পড়ে ঝরে,
বৃন্ত টুটে আশা যায় ম'রে,
তবুও তাহাও প্রাণে সয়;
যারে আমি হৃদয়েতে ধরি,
তারে আমি যাহা মনে করি
যদি দেখি সে জন তা' নয়;
দিন দিন শুভ্র জ্যোতি তার
একটু একটু যায় মিশে,
মুকুট হইতে মোতি তার,
একটি একটি পড়ে খ’সে,
শুকায়ে, টুটিয়া, ঝোরে,  সব যায় সোরে সোরে,
অবশেষে দেখিবারে পাই,— '
ভালবেসে এসেছি যাহারে
সেজন সমুখে মোর নাই!
মরীচিকা-মূর্তি সম  হৃদি মরু-স্থলে মম
প্রতিদিন তিল তিল কোরে