পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আবার।
৬৭


মনে সদা জাগে এই ভয়
আবার হারাতে পাছে হয়!

যাও, মােরে যাও ছেড়ে,  নিও না-নিও না কেড়ে,
নিও না, নিও না মন মাের;
সখাদের কাছ হতে  ছিনিয়া নিও না মােরে,
ছিঁড়ো না এ সখ্যতার ডোর!

আবার হারাই যদি,  এই গিরি, এই নদী,
মেঘ বায়ু কানন নির্ঝর,
আবার স্বপন ছুটে,  একেবারে যায় টুটে
এ আমার গােধূলীর ঘর,
আবার আশ্রয় হারা,  ঘুরে ঘুরে হই সারা,
ঝটিকার মেঘ খণ্ড সম,
দুঃখের বিদ্যুৎ-ফণা  ভীষণ ভুজঙ্গ এক
পোষণ করিয়া বক্ষে মম!
তাহা হলে এ জনমে,  নিরাশ্রয় এ জনমে
ভাঙ্গা ঘর আর গড়িবে না,
ভাঙ্গা হৃদি আর জুড়িরে না!
একটি কথা না বোলে,  যাও চোলে, যাও চোলে,
কাল সবে গড়েছি আলয়,