পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ ৮ম দৃষ্ঠ। ] সন্ন্যাসিনী । ぬ> কিন্তু, প্রত্যাখ্যাত প্রেমলিপি মোর, অসহ যেমন বৃদ্ধ পিতার জীবন, তা’র চেয়ে অসহ্য নারীর অহঙ্কার! -ধৰ্ম্মমদে প্রেমমদে গৰ্ব্বিত রমণী, দেখিব কেমনে অটুট রাখিবে এবে চরিত্রগৌরব ! হবে যবে বাদশার রিপুসেবাদাসী, তখন বুঝিবে, পাপিষ্ঠ উদা যোগ্য কি না তার। দেখায়েছি যে প্রলোভন বাদশাহে, গাথিয়াছি মীন জালে, কোথা যায় আর ? করেছে অনুজ্ঞা, যে কৌশলে পারি, সরাইয়া বৃদ্ধরাজে নিতে মোরে রাজসিংহাসন। আমি দিব উপহার রূপসী রাজ্ঞীরে। যদি পড়ি ধরা, কিই বা আশঙ্কা তাহে ? রাজ্যের আমি, প্রজাগণ হইবে বিদ্রোহী । দিবে শাস্তি দিল্লীশ্বর সসৈন্তে সাজিয়া ; তবে আর ভয় কারে ? সিংহাসনে বলে বসে অমাতা-রাজন্তু করিবেন রাজ্যভোগ ভূপতির নামে,