পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 0 সন্ন্যাসিনী । (ਂ:. পেতে কারে করে হাঙ্গকারী সে প্রেম, এ প্রেম হ’তে কত শান্তিময় ! নাহি ক্ষোভ, নাহি শোক, বিরহবেদনা, 'প্রশ্নান্ত মধুর জ্যোৎস্না-রজনীর মত, খালি মুখ, খালি শান্তি, কেবলি আনন্দ ; আর, জেনে শুনে ভ্রমতলে কেন থাকি গ্ল’ড়ে, সাধ করে পরা যেন সুবর্ণখৃঙ্খল ! বাই সেই নিরজন উপাসনাগৃহে, দেখি যদি পাই তাহা, যাহা চাহে প্রাণ । ( প্রস্থান ! প্রথম অঙ্ক | দ্বিতীয় দৃপ্ত। মালবরাজের শিবিরপার্শ্বস্থ কানন । কয়েক জন যবন সেনানী। - ১ম। * আ:--ক'দিনের দিন রাত যুদ্ধে, একেবারে ভেঙ্গে যেন পড়েছে শরীর। দেহখানা যেন, ভারী পাথরের বোঝা ।