পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>V) সন্ন্যাসিনী । [ 8भ अश्न : মহম্মদ খিলিঙ্গী। বন্ধুত্বের নিদর্শন, জিতের ভূষণ শক্ত । মাধব । রাণী । সকলে । মন্ত্রী । বাণ । স্বরূপ, রাখুন এ স্মৃতি-চিহ্ন আপনার পাশে । ( মস্তক হইতে মুকুট উন্মোচন করিয়া প্রদান ) কৃতজ্ঞতা চিহ্ন মহত্ত্বের। বাচিলাম নিশ্বাস ফেলিয়া । छू’ পক্ষে না হয় যদি এক পক্ষে হবে। মহারাজ, মিলনের সুখ-সিদ্ধি নয় শুষ্ক মুখে ; আজ্ঞা হোক ভোজনের বিশেষ উদ্যোগে । তাই হোক, যাওয়া যাক্ কানন-ভোজনে। সেনাপতি, চল তুমি। সকলেই চল। যে আদেশ মহারাজ । ( যবন রাজা ও সেনাপতির প্রস্তান । ) একেবারে এত দূর ভাল কভু নয়। শক্ররে বিশ্বাস করা । বিশেষ যবনে । সমস্ত জগৎখানা তত বক্র নয়, • তুমি যত ভাব মন্ত্রিবর! ( প্রস্থান । )