পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর । রাজা । মীরা। সন্ন্যাসিনী | | ४भ यश्न : যদি এত অনুরাগ, যাবে যদি সেথ, কর আগে অতিক্রম স্নেহ, প্রেম, সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র সোপান-আবলী। বুঝিতে পারিনে নাথ ! কাজ নাই বুঝে । এস প্রিয়ে, এস বাহুপাশে । (বাহু দ্বারা বেঃন ? হায়, পূত অগুরুর সারে, শুভ্র ফুলদলে, পুণ্য ভাগিরথীনীরে মার্জিত করিয়া বসায়েছি যেই মূৰ্ত্তি হৃদয়-মন্দিরে, যে মূৰ্ত্তি অঙ্কিত হায় মরমে মরমে, যে মূৰ্ত্তি মিশেছে মোর শোণিতের সনে, বিকলাঙ্গ তাহা, সে মূৰ্ত্তি পূর্ণাঙ্গ নয় ? ভাবিতে পারিনে ! কোথা প্রেমস্বর্গ ? কোথায় বিরাট অঙ্গ ? থাক থাক চাহি না শুনিতে। বোলো না বোলো না আর । অন্ধকার, শূন্তময়, কোথা প্রেমস্বর্গ ? শূন্ত করি হৃদয়-আকাশ, g নিষ্ঠুর, নিয়াে না বাড়ি নির্দয় হইয়ে জ্ঞানহীনা অবলার মুখরত্নমণি।