পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম দৃষ্ঠ । ] সন্ন্যাসিনী । J6. বিপুল ধরায়, কত হৃদে হায়, নাহি মুখ তিল স্থল। প্রতি নিশি হয়, ব’হে লয়ে যায়, কত পদ্ম-অাখি-জল । ( সখীদের প্রস্থান । ) রাজার প্রবেশ । রাজা। অন্নপূর্ণ নারী, শঙ্কর ভিখারী, - এ দেখি তেমতি ধারা ; সিন্ধুতীরে বসে, কপালের দোষে, পিপাসায় অৰ্দ্ধমরা । মীরা । একি নাথ ! এতো নহে বিশ্রামের বেশ, কেন রণ বেশ ? রাজা । বিদ্রোহশান্তির তরে প্রিয়ে, যেতে হ’বে সমরক্ষেত্রেতে ;-- তাই, আসিয়াছি লইতে বিদায় । মীরা । ছি ছি, ছাড় নাথ নিষ্ঠুরতা | হায় খালি যুদ্ধ কেবল বিদ্রোহ, কবে ঘুচে যাবে রক্তপাত ?