পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা । মীরা। সন্ন্যাসিনী । { ১ম অঙ্ক : মামুষে চাহিবে নাকি মানবের মুখ ? তুমিও নিষ্ঠুর রাণী। আজিও কি পাইব না দুটো মিষ্ট কথা, ভাবী বিরহের ভয়ে বাহুর বন্ধন এখনও সেই স্থির ধীর ভাব, তেমনিই উদাস হৃদয়, শূন্ত দৃষ্টি, আপনারি ভাবে ভোর মগ্ন আত্মহারা। যত স্নেহ, যত প্রেম, যত ভালবাসা, হৃদয়ের বিপুল সাম্রাজ্য, সকলি পরের তবে, তার মাঝখানে, আমি ভিক্ষু একজন, নাহি কিগো মোর হোথা বিন্দুমাত্র স্থান ? কেন অমুযোগ নাথ ! আমি ক্ষুদ্র নারী, কেবা আত্ম, কেবা পর, তাও ত বুঝিনে, আপনার আত্মা হায়! তাও বুঝি নহে আপনার নহে কেন লোকে পারে, না আপন বশে চলিতে সৰ্ব্বথা, নিয়তি বন্ধুেত্বে, ঘুরে মরে ধৃত হস্ত অন্ধের সমান। আসি তবে প্রিয়ে! (প্রস্থান । )