পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`म तूश्च । ] রাজা । সন্ন্যাসিনী । やS চাহিলে না এই দিয়ে পানে! হায়! কোথা মৃত্যু ? কর দয়া, নাই আর কেহ। প্রিয়ে । উজ্জ্বল কমল আঁখি কেন হে সজল, রিাগিনী বিষাদিনী বসিয়া ভূতলে, এস অ্যালোকিত কর হৃদয় আগার । কেন হে নীরবে স্নান শুদ্ধ মুখখানি । বল বল একবার, এ তৃষার সিন্ধুবারি আছে ও হৃদয়ে তব, পার তা ঢালিতে ? হৃদয়সৰ্ব্বস্ব অয়ি মৃত্যু-সঞ্জীবনী লতা, একবার এস দেখি কাছে । প্রাণের আশার নিধি, ওই হৃদিতলে বিধি, দেখি রেখে দেছে কি না দেছে ? (স্বগতঃ) হে ধরণি ! দ্বিধা হও, কেমনে বলিব ? (প্রকাশ্বে ) ছাড় প্রভু, ত্যাগ কর মোরে। চিরদিন লাজ প্রিয়া স্বভাব নারীর, রাপিতে লাজেন্দ্র মান প্রস্তুত সৰ্ব্বদ, তাই কি হে থর থর কম্পিত চরণ বিবর্ণ অধর ಆಕ್ಸಿ মলিন কপোল ? পুরুষের উষ্ণ তীব্র কঠোর পরশে, সদা কুঞ্চিত মুদিত নারী লজ্জাবতী লতিকারাসমা ।