পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Si ; "| બ ૦ } | সন্ন্যাসিনী । 8ર્શ અફ ; ও শুধু ফাকা নিশ্বাসের বোঝা ; আর কিছু নয়। হায় মীরা তুমি গিয়েছ যে প্রেমতরুতলে, সেই প্রেমই সৰ্ব্বশ্রেষ্ঠ, বুঝি নাই আমি ; গিয়াছিন্তু তোমারে বুঝাতে কুটতর্কজালে ; চেয়েছিনু শৃঙ্খলিতে গৃহ-কারাগারে। তুমি জগতের প্রেমধারা করিতেছ পান, বিস্তৃত সিন্ধুর সম হৃদয় লইয়ে, কোথা আছ ? দেখা দেহ, এস একবার । এই তব অভাগা স্বামীরে লয়ে যাও সেই শান্তিছায়ে, বিরহ মরুতে প’ড়ে তৃষাদগ্ধ প্রাণে গিয়েছিন্তু অন্ধ হ’য়ে মরীচিকা লাভে, ভ্রান্তিমদে ভুলে, তব সমুজ্জল মূৰ্ত্তি ঢাকিয়া ফেলিতে আনিয়াছি সযতনে, মেঘখণ্ড হৃদয়-আকাশে । কোথা আছে! এস কাছে করুণারূপিণি ! পিয়ায়ে সে প্রেমামৃত করহ সজীব, এনে দাও নব বল মুমূর্যর প্রাণে, ঘুচে যাক আত্মপর, শ্বেত-কৃষ্ণ, ভূপতি ভিখারী, ঘুচে যাক্ ভিন্ন জ্ঞান,