পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় দৃষ্ঠ। ] সন্ন্যাসিনী । ፃ¢ তোমারে-পড়িলে মনে, আসি ছুটে থাকিতে না পারি। কাছে এলে মুখ তুলে, স্টাক যদি “সোহি” ব’লে তবে আর কেঁদে নাহি ফিরি। কও না একটি কথা, বল না কি মনোব্যথ}, কার নাম কর বার বাস্ত্র । বটে আমি ভালবাল,— —বুঝি গো প্রাণের জাল,— খুজি তারে কানন কাস্তার ! করুণা প্রতিমা নারী, মরুভূমে হিমবারি এস কাছে আবাহন বিনা ৷ নিৰ্ব্বাণ প্রদীপে আর, তৈলসেকে বার বার, কি হইবে মেয়ি জ্ঞানহীন । কি শুনিবি ভালবালা, জালার উপরে জাল, কেন আর দিস বাড়াইয়া ? শূন্ত করি হৃদিখানি, হরেছে জীবনমণি, নিয়ে গেছে বলেতে কাড়িয়া ।