পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెN সরল বেদান্ত দর্শন এবং ইন্দ্র ও প্রজাপতি সৰ্ব্বশুদ্ধ ত্রয়ন্ত্রিংশ। শাকলা জিজ্ঞাসা করিলেন, বনু কাহাদিগকে বলে ? ধাজ্ঞবল্ক্য বলিলেন, অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরীক্ষ, আদিত্য, স্বৰ্গ, চন্দ্র, এবং নক্ষত্র সকল ইছারাই বসু । ইহঁারাই নানাভাবে পরিণত হইয়া জীবগণের কৰ্ম্মফল প্রদান করেন এবং ইহঁারাই জীবগণের আবাস স্থল। সমস্ত জগৎকে ইহঁারা বাসস্থান প্রদান করেন বলিয়া ইহঁার বনু নামে অভিহিত হইয়াছেন। শাকল্য জিজ্ঞাসা করিলেন, রুদ্র কাহারা ? যাজ্ঞবল্ক্য বলিলেন, পঞ্চ কৰ্ম্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এবং মন ইহারা একাদশ রুদ্র। জীবের মৃত্যু হইলে এই একাদশ প্রাণ এক স্থল শরীর হইতে অন্ত স্থল শরীরে গমন করে। তখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের রোদন করে। যেহেতু এই একাদশ প্রাণ এইরূপে এক শরীর হইতে অন্ত শরীরে গিয়া মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে রোদন করায়,সেইজন্য ইহাদিগের নাম রুদ্র । অনন্তর শাকল্য জিজ্ঞাসা করিলেন, আদিত্য কাহারা ? ধাজ্ঞবল্ক্য বলিলেন, এক বৎসরে ষে দ্বাদশ মাস আছে তাহাদের নাম আদিত্য । ইহারা পুনঃ পুনঃ পরিবর্তন হইয়া জীবগণের আয়ু আদান অর্থাৎ গ্রহণ করত যায় অর্থাৎ গত হয়। যেহেতু ইহারা আদান করিয়া যায় সেইজন্ত ইহাদিগকে আদিত্য বলে। শাকল্য জিজ্ঞাসা করিলেন, ইন্দ্র কে ? প্রজাপতি কে ? ধাজ্ঞবল্কা বলিলেন, স্তনস্কি ইন্দ্র। প্রজাপতি ষজ্ঞ। শাকল্য বলিলেন, স্তনয়িত্ব, কে ? যাজ্ঞবল্ক্য বলিলেন,বস্ত্র বা বীৰ্য্য বা শক্তি (Force) বা বলকেই ইন্দ্র বলে, এবং পশু সকলই (Living bodies) যজ্ঞ । অনন্তর শাকল্য জিজ্ঞাসা করিলেন, তুমি বলিয়াছিলে দেবতাদিগের সংখ্যা ছয় বলা যায়, সেই ছয় দেবতা কাহারা ? যাজ্ঞবল্ক্য বলিলেন, অগ্নি,পৃথিবী, ৰায়ু, অন্তরক্ষ, আদিত্য এবং স্বর্গ। ইতিপূৰ্ব্বে যত দেবতার কথা ৰলিয়াছি উাহারা সকলেই এই ছয় দেবতার অন্তর্গত। শাকল্য বলিলেন, তুমি বলিয়াছিলে দেবতাদিগের সংখ্যা তিন বলা যায়। এই তিন দেবতা কাহারা ? যাজ্ঞবল্ক্য বলিলেন, পৃথিবী অন্তরীক্ষ ও স্বর্গ এই তিনলোকই সেই তিন দেবতা। ইতিপূৰ্ব্বে যত দেবতার কথা বলিয়াছি তাহারা সকলেই এই তিন দেবতার অন্তর্গত। অনন্তর শাকল্য জিজ্ঞাসা করিলেন, তুমি