পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ প্রবন্ধ । } e 9 আবার কামনার অভাব এবং কামনার ভেদ হেতু উপাসকগণ তিন শ্রেণীতে বিভক্ত। (১) কোনরূপ কামনা না রাখিয়া কেবলমাত্র শাস্ত্রবিধি প্রতিপালনার্থ যে উপাসক উপাসনা করেন তিনি সাত্ত্বিক উপাসক। করানই উক্ত উপাসনার তাৎপৰ্য্য এবং আত্মা হইতে কি প্রকারে এই জগৎ অন্ত কোন উপাদান ব্যতিরেকে কেবলমাত্র সঙ্কল্প স্বার স্বল্প হইয়াছে তাহার বিবরণ সেই উদ্দেশ্যেই উক্ত উপাসনায় একাধিকবার সন্নিবেশিত হইয়াছে। যথা— আচমন । হে সৰ্ব্বব্যাপিলু আত্মন জ্ঞানীরা সৰ্ব্বদা আপনার স্বরূপ সন্নিবিষ্ট নিগুণভাব সনাশন করিয়া থাকেন । আপনার ঐ নিগুণভােব আপনার চিন্ময় মহিমাতেই প্রতিষ্ঠিত। সন্ধ্যাবন্দন । নিগুণ ব্ৰহ্ম আমাদিগের মঙ্গল করুন। মায়াময়ী প্রকৃতির অধিষ্ঠাত ঈশ্বর আমাদের মঙ্গল করুন । হিরণ্যগৰ্ভ আমাদের মঙ্গল করুন। বিয়াটপুরুষ আমাদের মঙ্গল করুন। স্বৰ্য্যোত্তাপে শ্রান্ত ও ঘৰ্ম্মীক্ত পধিক বৃক্ষতল আশ্রয় করিলে যেমন কষ্ট হইতে মুক্ত হয়,মলযুক্ত ব্যক্তি স্নান দ্বারা যেমন নিৰ্ম্মল হয়, এবং মন্ত্র দ্বারা যেমন যজ্ঞার্থ স্কৃতে নুতন শক্তি সঞ্চার হয়, হে সৰ্ব্বব্যাপী সৰ্ব্বনিয়ন্ত আত্মা আপনি সেইরূপে আমার আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভৌতিক দুঃখ দূর করুন, কাম ক্রোধ লোঙাদি সমস্ত পাপ হইতে অামাকে মুক্ত করুন এবং আপনার স্বরূপ তত্ত্ব অপরোক্ষভাবে BBDDB BB BBBB BB BBBS BB BBBB BBBBBB BBBS BBB DDD সুখের অধিষ্ঠান, আপনার তত্ত্ব জানিয়া বাহাতে আমরা অমর হইতে পারি আপনি আমাদের সেই প্রকার শক্তি দান করুন । মাতা যেমন সস্তানের শুভ কামনা করেন আপনি সেইরূপ আমাদিগকে আপনার পরম আনন্দের তাগী করুন। বে অদ্বৈতভাব আবরণ পূর্বক আপনি মায়াদ্বারা এই সমস্ত জগৎ এবং আমাদিগকে স্বষ্টি করিয়াছেন আমরা যেন আপনার প্রসাদে মায় কাটাইয় আপনার সেই অদ্বৈত ব্ৰহ্মত্ব প্রাপ্ত হই। আপনার নিত্য নিৰ্ব্বিকার চিন্ময় ভােবই অীপনার স্বরূপ তীব । আপনি তপ বা সঙ্কল্প দ্বারাই সমস্ত পদার্থ সৃষ্টি করিয়াছেন। আপনার তপ হইতে জ্ঞানবিহীন অবাক্ত প্রকৃতি উৎপন্ন হন। আপনার তপ হইতে হিরণ্যগৰ্ভ উৎপন্ন হন । এবং কিরণ্যগর্ভের স্বষ্টির পর আপনার তপ হইতেই বিরাটপুরুষ উৎপন্ন হন । খণ্ড প্রলয়কালে পূৰ্ব্ব স্বষ্টির অল্প প্রাণ মন ও বিজ্ঞান সমষ্টি বীজ স্বরূপে অব্যক্ত প্রকৃতিভাবে ঈশ্বরে বিলীন থাকে। খণ্ড প্রলয়াবসানে সেই অব্যক্ত প্রকৃতি স্বরূপ বীজকে ঈশ্বর পুনরায় ব্যক্ত প্রকৃতিভাবে বিকশিত করেন। কুতরাং পুৰ্ব্ব স্বষ্টিতে যে প্রকার স্বৰ্ঘ্য চন্দ্র নক্ষত্রাদি ও স্বৰ্গ মধ্য এবং অন্তরক্ষ ছিল বর্তমান হষ্টিতেও সেই প্রকারই স্বৰ্য্য চন্দ্র নক্ষত্রদি ও স্বৰ্গ মৰ্ত্ত এবং অন্তরীক্ষ স্বল্প হইয়ছে।