পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ প্রবন্ধ । Y S > আমি আপনাকে শঙ্খ চক্র-গদা-পদ্ম-কিরীটধারী দেখিতে ৰাঞ্ছা করি। হে সহস্ৰবাহো ! হে বিশ্বমূৰ্ত্তি! আপনি সেই চতুভূজ রূপটা ধারণ করুন।” তাহার পর অর্জুনকে ভগবান, আপন দেবরূপ দেখাইয়া পরে আপনার মানুষরূপ ধারণ করিলেন। তখন অৰ্জুন বলিলেন “ হে জনাৰ্দ্দন ! আপনার এই সৌম্য মানুষমূর্তি অবলোকন করিয়া আমি প্রসন্নচিত্ত ও প্রকৃতিস্থ হইলাম।” এক শ্রেণীর ভক্তগণ বলেন যে, যতক্ষণ না অর্জুন ভগবানকে মানুষ ভাবে দেখিলেন ততক্ষণ তিনি প্রকৃতিস্থ হইতে পারিলেন না। অতএব ভগবানকে মানুষ ভাবে পূজা করাই উচিত। অপর এক শ্রেণীর ভক্তগণ বলেন ষে সৰ্ব্বদা তাহাকে মানুষভাবে সন্দর্শন পাওয়াও কঠিন, সুতরাং সৰ্ব্বদা তাহার নাম সঙ্কীৰ্ত্তন করা উচিত। সৰ্ব্বদ। তাহার নাম সঙ্কীৰ্ত্তন করিলেই তাহাকে পাওয়া যায়। তাহারা বলেন— “হে গোবিন্দ ! কলিকালে তোমার নাম তোমা অপেক্ষা শতগুণ শ্ৰেষ্ঠ। তোমার পূজার জন্ত অষ্টাঙ্গযোগের প্রয়োজন। কিন্তু তোমার নাম উচ্চারণ করিলে বিনা অষ্টাঙ্গ যোগেই মোক্ষ প্রাপ্তি হয়।” “নারায়ণ এই মন্ত্র আছে এবং বাগিন্দ্রিয়ও বশবৰ্ত্তী আছে। ইচ্ছ করিলেই লোকে নারায়ণের নাম গ্রহণ করিতে পারে। তথাপি যে ষষ্ঠুষ্য হরিনাম সঙ্কীর্তন হইতে বিরত থাকিয়া ঘোর নরকে পতিত হয় ইহ অতি আশ্চর্য্যের বিষয় ।” “এই সংসারে দান, ব্রত, তপ, যজ্ঞ, শ্ৰাদ্ধ ৰ পিতৃতর্পণ, সমস্তই হরিসঙ্কীৰ্ত্তন বিনা নিস্ফল হয় ।” “সংসার-নরক-যন্ত্রণ-গ্ৰস্ত পাপিষ্ঠেরা বদি ভক্তিভাবে হরিনাম সঙ্কীৰ্ত্তন করে তাহ হইলে তৎক্ষণাৎ তাহাদের মুক্তি হয়।” এইরূপ উপাসনায় ঈশস্থঃ বা শাস্ত্রকল্পিত কোন একটী বিশেষ রূপ বা নাম বা বস্তু উপাসকের প্রধান উপাস্য এবং ব্ৰহ্ম বা ঈশ্বর বা হিরণ্য গর্ভ বা বিরাট পুরুষ উপাসকের মনে অপ্রধান ভাবে থাকেন। এই উপা