পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 সরল বেদান্ত দর্শন । কিন্তু সকল প্রকার উপাসকেরই নিম্নোক্ত ভগবাক্য সৰ্ব্বদা স্মরণ পথে রাখা কৰ্ত্তব্য :– যজ্ঞ, তপস্যা, দান, এবং ঈশ্বরোদেশে অনুষ্ঠিত কৰ্ম্মে “সৎ”শব্দ প্রযুক্ত হইয় থাকে। হে পার্থ, হবন, দান, তপস্যা ও অন্তান্ত যে কোন কৰ্ম্ম অশ্রদ্ধ সহকারে অনুষ্ঠিত হয়, তৎসমস্তই “অসৎ” বলিয়া অভিহিত হয়। অশ্রদ্ধাসহ অনুষ্ঠিত কৰ্ম্ম, লোকান্তরে বা ইহলোকে, কোন কালেই ফলপ্রদ হয় ন; ৷ বাস্তবিক যে উপাসক আপন ইষ্টদেবে ভক্তি ও প্রেমপুৰ্ব্বক তাহার আদেশ আনন্দ সহকারে পালন না করে তাহার উপাসনা ভণ্ডামি মাত্র, তাহার উপাসনার কোন ফল নাই ।