পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ সরল বেদান্ত দর্শন । অতঃপর ভগবান, ৰলিয়াছেন— জীবগণ স্বভাবত ইঞ্জিয়মুখ পরায়ণ, মুতরাং, মন এবং ইক্রিয়গণকে প্রেয় বিষয় সকল হইতে প্রত্যাহার করত ব্রহ্মে সংস্থাপন করা ইঞ্জিয়মুখরক্ত জীবগণের পক্ষে ক্লেশকর। কিন্তু সগুণ ব্রহ্মের উপাসনায় কতক পরিমাণে ইঞ্জিয় ও মনের তৃপ্তি হইতে পারে বলিয়া সাধকগণের পক্ষে সগুণোপাসনা ততটা ক্লেশকর নহে। কিন্তু নিগুণোপাসনায় মন বা কোম ইন্দ্ৰিয়ই পরিতৃপ্ত হয় না, স্বতরাং নিগুণোপাসনা অধিকতর ক্লেশকর । জীবগণ অতি কষ্ট্রে এই নিগুণোপাসনা আয়ত্ত করিতে পারে। সেই জন্য অপেক্ষাকৃত নিম্নাধিকারীর জন্য ভগবান ব্যবস্থা করিয়াছেন— যাহারা আমার উপর সমস্ত কৰ্ম্ম সমর্পণ পূৰ্ব্বক একমাত্র আমারই শরণ গ্রহণ করিয়া আমাকে সগুণভাবে ধ্যান করত আমারই উপাসনা করেন আমি সেই সমস্ত ভক্তগণকে অচিরেই নিগুশোপাসনায় অধিকারিত্বে উন্নীত করত র্তাহাদিগকে মৃত্যুময় সংসার সাগর হইতে উদ্ধার করি। অতএব সগুণভাবেই হউক আর নিগুৰ্ণভাবেই হউক যে প্রকারে পার সর্বদা ভক্তিপূর্বক আমাতেই মন ও বুদ্ধি স্থাপিত কর। তাহা হইলে পরিশেষে তুমি নিশ্চয়ই ব্রহ্মনিৰ্ব্বাণ প্রাপ্ত হইবে। র্যাহারা সৰ্ব্বদ ব্রহ্মে চিত্ত সংস্থাপন করিতে না পারেন র্তাহীদের জন্য ভগবান বলিয়াছেন— যদি স্থিরভাবে দীর্ঘকাল ধরিয়া আমাতে চিত্ত সংস্থাপন করিতে না পার তাছা হইলে স্বল্পকালের জন্যও আমাতে চিত্ত সংস্থাপনের জন্য বারস্বার অভ্যাস কর । অভ্যাস যোগের দ্বারা ক্রমশঃ আমাতে দীর্ঘকাল চিত্ত সংস্থাপন বা জামার উপাসনা করিতে শিখিবে । যদি স্বল্প কালের জন্যও বারম্বার আমাতে চিত্ত সংস্থাপন করিতে সমর্থ না হৎ তাহা হইলে আমার উদ্দেশে দান ব্ৰক্ত উপবাল পূজা পরিচর্য্যা নল গন্ধীৰ্ত্তনাদি কৰ্ম্ম কল্পিৰে। আমার উদেশে কৰ্ম্ম করিতে করিতে ক্রমশঃ উচ্চাধিকারী হইয়া জৰশেষে মোক্ষপদ পাইবে।