পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bー সরল বেদান্ত দর্শন । পূৰ্ত্তাদি কৰ্ম্মদ্বারা মুক্তি প্রাপ্তির চেষ্টা করেন না। সেই ব্ৰহ্ম অদ্বিতীয় ও সমস্ত জগৎ তাহার বশীভূত। তিনি সমস্ত ভূতের আত্মা। তিনি আপনিই নানা দর্শক এবং দৃশ্য ভাবে প্রকাশিত হন। যে সকল বিবেকী পুরুষের ব্রহ্মকে আপনাদিগের আত্মা বলিয়া জানিতে পারেন কেবল র্তাহারাই অনন্ত শান্তি প্রাপ্ত হন। অপরের ভাগে তাহ ঘটে না । শ্বেতাশ্বতরোপনিষৎ বলিয়াছেন— আমি এই মহান ব্রহ্মকে জানি। ইনি চিন্ময় ও স্বপ্রকাশ। ইহঁতে অজ্ঞানের লেশ মাত্র নাই। একমাত্র এই ব্ৰহ্মকে জানিতে পারিলে জীব মৃত্যুর হস্ত অতিক্রম করিতে পারে। সম্যক ব্ৰহ্মজ্ঞান ব্যতীত মুক্তির অন্য কোন দ্বিতীয় উপায় নাই। শ্ৰীমদ, ভগবদগীতা ও বলিয়াছেন— ঋগ যজুঃসামবেদোক্তকৰ্ম্মপর যাজ্ঞিক সকল আমাকে ইন্দ্র বস্তু বরুণাদি দেবরূপে পূজা করেন এবং যজ্ঞশেষে সোমপানপূর্বক নিরস্ত পাপ হইয়া স্বৰ্গগমন প্রার্থনা করেন । র্তাহারা আপন পুণ্যফলরূপ স্বৰ্গ প্রাপ্ত হইয়া তথায় দেবভোগ্য উত্তম পদার্থ সকল ভোগ করেন। কিন্তু এই কৰ্ম্মফল যতই অধিক হউক না কেন ইহা কখন অনন্ত হইতে পারে না। সকল কৰ্ম্মফলই ক্রমশঃ ভোগদ্বারা ক্ষয় প্রাপ্ত হয়। তবে যাহার কৰ্ম্মফল যত বেশ তিনি তত অধিক দিন স্বর্গে থাকেন এবং তত অধিক মুখ ভোগ করেন। ভোগদ্বারা এই কৰ্ম্মফল ক্ষয় পাইলে অবশেষে জীবকে পুনরায় মৰ্ত্ত্যলোকে আসিতে হয় । আবার মর্ত্যলোকে জীব যে কৰ্ম্ম করিবে তাহার উপযুক্ত ফল পুনরায় উপযুক্ত লোকে তাহাকে ভোগ করিতে হইবে। বৈদিক কৰ্ম্মের নিয়ম এই যে, যাহারা বৈদিক কৰ্ম্মকেই পুরুষাৰ্থ মনে করিয়া বৈদিক কৰ্ম্ম সম্পন্ন করেন তাহারা বৈদিক কষ্ট্রের ফল ভোগ করেন এবং সেই কৰ্ম্মফল ভোগের জন্ত নানা লোকে ভ্রমণ করেন এবং ভোগদ্বারা কৰ্ম্মফল ক্ষয় পাইলে পুনরায় কৰ্ম্ম করিবার জন্য কৰ্ম্মভূমি মন্থৰ্য্যলোকে প্রত্যাবর্তন করেন। যে পরম পদ প্রাপ্ত হইলে জীবকে আর প্রত্যাবর্তন করিতে হয় না