পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३bv সরল বেদান্ত দর্শন । তাহারই “আমিই ব্রহ্ম” এইরূপ অপরোক্ষ জ্ঞান হইতে পারে এবং কেবল মাত্র তিনিই ব্রহ্মনিৰ্ব্বাণ পাইতে পারেন। উপসংহারে বক্তব্য এই যে, যে ব্যক্তি ব্ৰহ্মকে জানিতে পারেন, তিনি স্বয়ং ব্রহ্ম হন, তাহার কুলে অব্রহ্মবিদের জন্ম হয় না। তিনি শোক এবং পাপ অতিক্রম করেন এবং সংসার-বাসনা-রূপ হৃদয়-গ্রন্থি হইতে বিমুক্তি লাভ করিয়া অমৃতত্ব প্রাপ্ত হন”। অতএব ব্ৰহ্মজ্ঞানই পরম পুরুষাৰ্থ এবং ব্রহ্মই জিজ্ঞাসিতব্য। দ্বিতীয় স্বত্রে সেই ব্রহ্মের লক্ষণ উক্ত হইয়াছে । --•:4::