পাতা:সরোজিনী নাটক.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । సిసి মোনিয়া। আচ্ছা ভাই,—সরোজিনী ম’লে তোমার লাভ কি ?—তা হ’লে কি বিজয়সিংহের ভালবাস। পাবে মনে ক’চ্চ ? রোষেনারা । আর আমি এখন কারও ভালবাসা চাইনে—যাকে আমি হৃদয় মন সকলি দিয়েছিলেম,সে আমার পানে একবার ফিরেও চাইলে না। সখি! আর নয়—আমার ঘুমের ঘোর এখন ভেঙ্গেছে। কিন্তু তাই বলে সরোজিনীর সুখ কখনই আমার সহ্য হবে না। আমি ভে তোমায় পূৰ্ব্বেই বলেছিলেম যে, হয় সে মরবে—নয় আমি ম’রব,—এতে আমার অদৃষ্টে যা থাকে, তাই হবে সৈন্তদের মধ্যে যারা এখনও দৈববাণীর কথা শোনে নি, তাদের এখনি ব'লে দিই গে। এ কথা শুনলে, তারা সরোজিনীর রক্তের জন্তে নিশ্চয়ই উম্মত্ত হয়ে উঠবে। আমাকে এখানে ভো কেউ জানে না, আমার বেশ দেখলেও মুসলমানি বলে কেউ বুঝতে পারবে না। .سد মোনিয়া । ত৷ ক'রে ভাই কি দরকার ? রোষেনারা। মোনিয়া ! তুমি বোবন,—এতে আমাদের দেশেরও ভাল হবে। রাজপুত সৈন্তেরা আর মহারাজ যদি বলিদানের পক্ষে হন, আর তাতে যদি বিজয়সিংহের মত না থাকে, তা হ'লে তাদের মধ্যে নিশ্চয়ই খুব একটা ঝগড়া বেধে উঠবে,—কোথায় ওর। মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে,—না হয়ে ওরা আপনা আপনিই কাটাকাট ক’রে মরবে। হিন্দুরা যে আমাদের এখানে বন্দী করে এনেছে, তখন তার বিলক্ষণ প্রতিশোধ হবে, আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে, অবিশ্বাসী হিন্দুদের নিশ্চয়ই পতন হবে। সখি ! এ