পাতা:সরোজিনী নাটক.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১০০
সরোজিনী নাটক।

কথা মনে ক’ল্লে কি তোমার আহ্নলাদ হয় না? এ বলিদানে আমারও মঙ্গল, আমাদের দেশেরও মঙ্গল।

(নেপথ্যে —— পদশব্দ) ——

মোনিয়া। সখি! কার পায়ের শব্দ শুনতে পাচ্চি। বোধ করি, কে আসচে — এই যে রাজমহিষী এই দিকে আস্চেন। এখানে আর না, — এস ভাই, আমরা ঐ বাঘিনীর সমুখ থেকে পালাই।

রোষেনারা। হ্যা, চল এখান থেকে যাওয়া যাক।

(রোষেনারা ও মোনিয়ার প্রস্থান।)
(রাজমহিষী ও অমলার প্রবেশ।)

রাজ-ম। আমি তারই অপেক্ষায় এখানে আছি,—দেখি তিনি কত ক্ষণে আসেন। এখনি তিনি নিশ্চয় জিজ্ঞাসা ক'ত্তে আসবেন যে, সরোজিনীকে এখনও কেন মন্দিরের মধ্যে পাঠান হয় নি? তিনি মনে ক’চ্চেন, তাঁর মনের ভাব এখনও আমার কাছে গোপন ক’রে রাখতে পারবেন! — এই যে তিনি আসচেন—আমিযে ওঁর অভিসন্ধি জানতে পেরেছি, এ কথা প্রথম প্রকাশ ক’রব না,—দেখি উনি আপনার মনের ভাব কতক্ষণ গোপন ক’রে রাখতে পারেন।

(লক্ষণসিংহের প্রবেশ।)

লক্ষ্মণ। মহিষি! এখানে কি ক’চ্চ? সরোজিনী কোথায়? তাকে যে বড় এখানে দেখতে পাচ্চিনে? আমি যে তাকে মন্দিরে