পাতা:সরোজিনী নাটক.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ృం ) পাঠিয়ে দেবার জন্ত বার বার লোক পাঠালেম, তা কি তোমার গ্রাহ হ’ল না ?—আমার আদেশের অবহেলা ? তুমি কি এই মনে করেছ,—তুমি সঙ্গে না গেলে তাকে একাকী কখন সেখানে পাঠিয়ে দেবে না?—চুপ করে রইলে যে ?—উত্তর দাও । মহিষী ৷—সরোজিনী যাবার জন্যে তো প্রস্তুতই রয়েছে—একাস্তুই যদি যেতে হয় তো এখনিই যাবে-তার জন্ত চিন্তা কি ? কিন্তু মহারাজ, আপনার কি আর ভিলাৰ্দ্ধ বিলম্বও সহ্য হচ্চে না ? লক্ষ্মণ । বিলম্ব কিসের ? মহিষী ৷ বলি, আপনার উদ্যোগ ও যত্নে সকলই কি এর মধ্যে প্রস্তুত হয়েছে ? লক্ষ্মণ । দেবি । ভৈরবাচার্য্য প্রস্তুত হয়েছেন—বিবাহের সমস্ত উদ্যোগ হয়েছে—আমার যা কৰ্ত্তব্য তা আমি সকলি করেছি। যজ্ঞে রও সমস্ত আয়োজন— মহিষী। যজ্ঞে যে বলিদান হবার কথা ছিল, তাও কি সব ঠিকৃ হ'য়েছে ? লক্ষ্মণ । কি !—বলিদান ?—ও কথা যে জিজ্ঞাসা ক’চ্চ ?—বলি দান হবে তোমায় কে বল্লে ?—ও !—বলিদানের কথা জিজ্ঞাসা ক’চ্চ ?—হঁ্যা হ্যা, আজ শত সহস্র ছাগবলি হবে বটে। মহিষী। শুধু কি ছাগবলিতেই আপনি সন্তুষ্ট হবেন ? লক্ষণ । সে কি ?—ও কি কথা ব'ল্‌চ ?—আবার কিসের বলিদান ?