পাতা:সরোজিনী নাটক.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 সরোজিনী নাটক । রাজবংশ প্রবাছিত বিশুদ্ধ শোণিত যদি দিস পিতে সোরে —তবেই মঙ্গল । লক্ষ্মণ। মাতঃ ! আমি বুঝলেম, আমার দ্বাদশ পুত্র একে একে রীতিমত রাজ্যে অভিষিক্ত হ’য়ে যবনযুদ্ধে প্রাণ বিসর্জন করে, এই তোমার ইচ্ছা,—কিন্তু আমার পরিবারস্থ কোন ললনার উত্তপ্ত শোণিত তুমি পান করবার জন্য লালায়িত হয়েছ, তা তো আমি কিছুই বুঝতে পাচ্চি নে—এইটা মাতঃ কৃপা করে আমার নিকট ব্যক্ত কর । (চতুভূজ দেবীর অন্তৰ্ধান।) (স্বগত) একি ? দেবী কোথায় চলে গেলেন ? হা ! আমি যে এখন ঘোর সন্দেহের মধ্যে পড়লেম । “রূপসী ললনা কোন জাছে তবে ঘরে সরোজ-কুসুম সম” এ কথা কাকে উদ্দেশ ক'রে বল। হয়েছে ? “সরোজ কুসুম সম” এ কথার অর্গ কি ?—অবশ্যই এর কোন নিগূঢ় অর্থ থাকবে। আমাদের মহিলাগণের মধ্যে পদ্মপুষ্পের নামে যার নাম, তাকে উদ্দেশ ক’রে তো এই দৈববাণী হয়নি ? আমার খুল্লতাত ভীমসিংহের পত্নীর নাম তো পদ্মিনী। আর তিনি প্রসিদ্ধ রূপসীও বটেন । তবে কি তাকেই মনে করে এ কথা বল। হয়েছে ? হতেও পারে, কেন না, তিনিই তো আমাদের সকল বিপদের মূল কারণ, তার রূপে মোহিত হয়েই তে পাঠানরাজ আল্লাউদ্দীন বারংবার চিতোর আক্রমণ কচ্চেন, ন৷ হলে আর কে হতে