পাতা:সরোজিনী নাটক.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯo8 সরোজিনী নাটক । নই যেতে পারবি নে, তোর পাষণ্ড পিতার সাধ্য নেই যে সে আমার কাছ থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যায়। লক্ষ্মণ । ওঃ !— সরোজিনী । পিতঃ ! আমি জানতেম না যে বিধাতা এর মধ্যেই আমার জীবন শেষ করবেন, যে অসি যবনদের জন্তে শাণিত হচ্ছিল, আমার উপরেই যে তার প্রথম পরীক্ষা হবে, তা আমি স্বপ্নেও জানতেম না। পিতঃ ! আমি মৃত্যুর ভয়ে এ কথা বলুচি নে—আমি ভীরুতা প্রকাশ ক’রে কখনই বাপ্পারাওর বংশে কলঙ্ক দেব না ; আমার এই ক্ষুদ্র প্রাণ যদি আপনার কাজে—আমার দেশের কাজে আসে, তা হলে আমি কৃতার্থ হব। কিন্তু পিতঃ ! ( সরোদনে ) যদি না জেনে শুনে আপনার নিকট কোন গুরুতর অপরাধে অপরাধী হ’য়ে থাকি, আর সেই জন্তেই যদি আমার এই দণ্ড হয়, তা হ’লে মার্জন চাই—— মহিষী। বাছা! তোকে আমি কখনই ছাড়ব না—আমার প্রাণ বধ না ক’রে তোকে কখনই আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না । লক্ষ্মণ । (স্বগত) ওঃ কি বিষম সঙ্কট ! এক দিকে স্নেহ মমতা, আর এক দিকে কৰ্ত্তব্য কৰ্ম্ম! এতদূর অগ্রসর হয়ে এখন কি ক’রে নিরস্ত হই ? আর তা হ’লে রণধীরের কাছেই বা কি ক’রে মুখ দেখাব ? সৈন্তগণই বা কি বলবে? রাজত্বই বা কি ক’রে রক্ষা করব ? সরোজিনী । পিতঃ ! আমি কি কোন অপরাধ করেছি ?