পাতা:সরোজিনী নাটক.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । SYY আপনি যখন তার প্রতি এইরূপ অস্বাভাবিক ব্যবহার ক’ত্তে উদ্যত হয়েছেন, তখন-সন্তানের উপর পিতার যে স্বাভাবিক অধিকার— তা হতে আপনি বিচ্যুত হয়েছেন। এখন সরোজিনী আমার। যতক্ষণ একবিন্দু রক্ত আমার দেহে প্রবাহিত থাকবে, ততক্ষণ আমার কাছ থেকে আপনি তাকে কখনই বিচ্ছিন্ন কত্তে পারবেন না। তাপনার স্মরণ হয়,আমার সহিত সরোজিনীর বিবাহ দেবেন বলে আপনি প্রতিশ্রত হয়েছিলেন—এখন সেই অঙ্গীকার-সূত্ৰেই, সরোজিনীর প্রতি আমার স্থায্য অধিকার। রাজমহিষীও কিছু পূৰ্ব্বে আমাদের উভয়ের হস্ত একত্র সম্মিলিত ক’রে দিয়েছিলেন—আর আপনিও তে। আমার সহিত বিবাহের নাম ক'রে ছল পূর্বক তাকে এখানে আহবান করেছেন । লক্ষ্মণ। যে দেবতা সরোজিনীর প্রার্থী হয়েছেন, তুমি সেই দেবতাকে ভৎসনা কর, ভৈরবাচাৰ্য্যকে ভৎসনা কর, রণধীরসিংহকে ভৎসনা কর—সৈন্তমণ্ডলীকে ভৎসনা কর, অবশেষে তুমি আপনাকে ভৎসনা কর । বিজয় ! কি !~~আমি !—আমিও ভৎসনার পাত্ৰ ? লক্ষ্মণ । হা, তুমিও । তুমিও সরোজিনীর মৃত্যুর কারণ। আমি যখন বলেছিলেম যে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কাজ নাই, তখন তুমি মহা উৎসাহের সহিত আমাকে যুদ্ধে প্রবর্তিত কল্লে—তা কি তোমার মনে নাই ? তুমিই তো আমাকে বলেছিলে “মহারাজ ! পৃথিবীতে এমন কি বস্তু আছে যা মাতৃভূমির জন্য অদেয় থাকৃতে