পাতা:সরোজিনী নাটক.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$28 সরোজিনী নাটক । ( প্রহরীগণের সহিত সুরদাসের প্রবেশ । ) সুরদাস । মহারাজ ! লক্ষ্মণ । (স্বগত) আমি কি ভয়ানক কাজে প্রবৃত্ত হচ্চি ! এই নিষ্ঠুর আদেশ এদের এখন কি করে দিই ?—বাতুলবৎ আপনার পদে আপনিই যে আমি কুঠারাঘাত ক'চ্চি!—সে নির্দোষী সরল। বালার কি দোষ ?—বিজয়সিংহই আমাকে ভয় প্রদর্শন ক'চ্চে, বিজয়সিংহই আমাকে অবজ্ঞা ক’চ্চে, সরোজিনীর প্রতি আমি কেমন ক’রে নির্দয় হব ?—না—তা আমি কখনই পারব না, দেবী-বাক্য আমি কখনই শুনব না ; এতে আমার যা হবার তাই হবে –কিন্তু কি —আমার মর্য্যাদার প্রতি কি আমি কিছুমাত্র দৃষ্টিপাত করব না? বিজয়সিংহের প্রতিজ্ঞাই কি রক্ষা হবে ? সে তা হ'লে নিশ্চয় মনে করবে, আমি তার ভয়েই এরূপ ক'চ্চি, তা হ’লে তার স্পৰ্দ্ধার আর ইয়ভা থাকবে না –আচ্ছা-আর কোন উপায়ে কি তার দর্প চূর্ণ হতে পারে না ? সে সরোজিনীকে অত্যন্ত ভাল বাসে ; বিজয় সিংহের সঙ্গে বিবাহ না দিয়ে সরোজিনীর জন্ত যদি আর কোন পাত্র মনোনীত করি, তা হলেই তো ভার সমুচিত শাস্তি হতে পারে। হা—সেই ভাল। (প্রকাশ্যে ) সুরদাস! তুমি রাজমহিষী ও সরোজিনীকে এখানে নিয়ে এস ; তাদের বল যে, আর কোন ভয় নাই । সুরদাস । যে আজ্ঞা মহারাজ। (প্রহরীগণের সছিত সুরদাসের প্রস্থান । )