পাতা:সরোজিনী নাটক.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ১২৩, সুরদাস । মহাশয় । রাজমহিষীর আদেশ শুনচেন না ? পথ পরিস্কার করুন—নচেৎ— সেনা-নায়ক। আপনি চুপ করুন না মহাশয়। মহিষী। সুরদাস —ভীরু!—এখনও তুমি সহ্য ক'রে আছ ? তোমার তলবার কি কোষের মধ্যে বদ্ধ থাকৃবার জন্তই হয়েছে ? সুরদাস । দেবি ! শুদ্ধ আপনার আদেশের প্রতীক্ষায় ছিলেম। রক্ষকগণ ! পথ পরিস্কার কর । (নিস্কোষিত অসি লইয়া আক্রমণ ও যুদ্ধ করিতে করিতে উভয় দলের প্রস্থান । ) চতুর্থ অঙ্ক সমাপ্ত। .--