পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ সরোজিনী নাটক । কত কৃপা –ও কে আস্চে ? একি! কুমার বিজয়-সিংহই যে এই দিকে আস্চেন! অমলা। রাজকুমারি ! আমি তবে এখন যাই। ( আমলার প্রস্থান। ) ( বিজয়সিংহের প্রবেশ । ) বিজয়। রাজকুমারি! এস আমার পশ্চাৎ পশ্চাৎ এস, এই বনের চতুর্দিকে যে সকল লোক একত্র হয়ে উন্মত্তবৎ চীৎকার ক’চ্চে-- তাদের চীৎকারে কিছুমাত্র ভীত হ’য়ে না। আমার এই ভীষণ অসির আঘাতে লোকের জনতা ভঙ্গ হয়ে এখনি পথ পরিষ্কৃত হবে। ষে সকল সৈন্য আমার অধীন, তার এখনি আমার সঙ্গে যোগ দেবে। দেখি, কে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারে ? কি, রাজকুমারি! তুমি যে চুপ করে রয়েছ ? তোমার চোক দিয়ে জল পড়ছে কেন ? তোমাকে আমি রক্ষা করতে পারব, তা কি তোমার এখনও বিশ্বাস হ'চ্চে না ? এখন ক্ৰন্দনে কোন ফল নাই ; ক্ৰন্দনে যদি কোন ফল হবার সম্ভাবনা থাকৃত, তা হ’লে এতক্ষণে তা হত। তোমার পিতার কাছে তো তুমি অনেক কেঁদেছ! সরোজিনী। না রাজকুমার,—ত নয়, আপনার সঙ্গে যে আজ আমার এই শেষ দেখা, এই মনে ক’রেই আমার—(ক্রনন ) বিজয়। কি ! শেষ দেখা–তুমি কি তবে মনে কচ আমি তোমাকে রক্ষা করতে পারব না ?