পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>'○o সরোজিনী নাটক । সরোজিনী। রাজকুমার!—একটু অপেক্ষ করুন-আমি যাচ্চি— তামি—- ( বিজয়সিংহের প্রস্থান । ) (স্বগত) হা! কুমার বিজয়সিংহও আমার উপর বিমুখ হলেন – প্রাণের উপর আমার যে একটুকু মমত। এখনও পৰ্য্যন্ত ছিল, এই বার তা একেবারে চলে গেল—এখন আর আমার বাঁচতে একটুকুও সাধ নেই মনে হচ্চে। মা চতুভূজা ! এখনি আমাকে গ্রহণ কর, আর আমার যন্ত্রণ সহ্য হয় না। —এখন যে দিকেই দেখি, মৃত্নাই আমার পরম বন্ধু বলে ( রাজমহিষী, সুরদাস ও রক্ষকগণের প্রবেশ । ) মহিষী। (দৌড়িয়া গিয়া সরোজিনীকে আলিঙ্গন পূর্বক ) একি ! আমার বাছাকে এক ফেলে সকলে চলে গেছে ? রামদাস কোন কাজের নয়—তোমাকে নিয়ে এখনও পালাতে পারে নি ? তারা সব কোথায় গেল ? অমল কোথায় ? সরোজিনী । মা—তার নিকটেই আছে । মহিষী । আহা ! বাছার মুখখানি একেবারে শুকিয়ে গেছে। আহা ! ছেলে মানুষ, ওর কি এ সব ক্লেশ সহ্য হয় ? মহিষী। (দূরে সৈন্যদের আগমন লক্ষ্য করিয়া) আবার ঐ রক্তপিপাসুর। এখানে কেন ভাস্চে ? ( সুরদাসের প্রতি ) ভীরু, তোর