পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৩১ কি বিশ্বাস ঘাতক হয়ে আমাদের শক্র-হস্তে সমর্পণ করবি বলে মনে ক’রেচিস্ ? সুরদাস । দেবি ! ও কথা মনে ও স্থান দেবেন না। যতক্ষণ আমাদের দেহে শেষ রক্ত-বিন্দু থাকৃবে, ততক্ষণ আমরা বুদ্ধে ক্ষান্ত হব না—তার পরেই আপনার চরণ-তলে প্রাণ বিসর্জন করব। কিন্তু আমাদের এই দুই চারি জন দ্বারা ভার কত আশা ক’ত্তে পারেন ? এক জন নয়, দুই জন নয়, শিবিরের সমস্ত সৈন্যই এই নিষ্ঠুর উৎসাহে উত্তেজিত হয়ে উঠেছে—কোথাও আর দয়ার লেশমাত্ৰ নাই। এখন ভৈরবাচাৰ্য্যই সৰ্ব্বময় কৰ্ত্ত হয়ে প্রভুত্ব ক’চ্চেন। তিনি বলিদানের জন্য অত্যন্ত ব্যস্ত হয়েছেন। মহারাজ ও পাছে তার প্রভুত্ব ও রাজত্ব যায়, এই ভয়ে তাদের মতেই মত দিয়েছেন। কুমার বিজয়সিংহ, র্যাকে সকলেই ভয় করে, তিনিও যে এর কিছু প্রতিবিধান ক’ত্তে পারবেন, তা আমার বোধ হয় না। তারই বা দোষ কি ? যে সৈন্ত-তরঙ্গ চারিদিক ঘিরে রয়েছে, কার সাধ্য ভার মধ্যে প্রবেশ করে । রাজমহিষী। ওরা আস্তুক না , দেখি কেমন করে বাছাকে আমার কাচ থেকে নিয়ে যেতে পারে, অামায় না মেরে ফেলে তে৷ আর নিয়ে যেতে পারবে না । সরে। মা, এই অভাগিনীকে কি কুক্ষণেই গৰ্ত্তে ধারণ করেছিলে! আমার এখন যেরূপ অবস্থা, তাতে তুমি মা আমাকে কি ক'রে বাচাবে ? মানুস ও দৈব সকলেই আমার প্রতিকুল, আমাকে