পাতা:সরোজিনী নাটক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ভৈরব । (স্বগত) এ ব্যাটা আমায় মজালে দেখচি, (প্রকাশ্যে) চুপ কর বলুচি। ফের যদি চ্যাচাবি তো— ফতে। মুই তো বলি চুপ করি, তোমার গুতার চোটে চুপ করি থাকৃতি পারি না যে চাচাজি! মহম্মদ । (স্বগত) একে নিয়ে তো দেখছি আমার অসাধ্য হয়ে উঠলো । (প্রকাশ্যে) দেখ, তোকে একটা আমি কথা বলি,—যখন আমি একলা থাকব, তখন তুই যা ইচ্ছে বলিস্, কিন্তু অন্ত কোন লোক থাকলে খবরদার কথা ক’সনে, যদি কেউ কখন তোকে কোন কথা জিজ্ঞাসা করে, তো তুই চুপ্‌ করে থাকিস্ বুলি তো ? ফতে। আমি সমজেছি মোল্লাজি, সব সমজেছি | মহম্মদ । আচ্ছা সে যা হোক, আল্লাউদ্দিন কি বল্লে বল্ দেকি ? ফতে (মাথা নাড়িতে নাড়িতে) উ হু—উ হু—উ হু—উ হু— মহম্মদ । ও কি ও ? ফতে। মোরে যে কথা কতি মানা কল্লে ? মহম্মদ। মারে মোলো, এখন কেউ কোথাও নেই, এখন কথা ক-না। অন্ত লোক জন থাকলে কথা ক’সনে। তবে তো তুই আমার কথা বেশ সমজেছিলি দেখছি ? ফতে। এইবার সম্জিছি চাঢাজি,—আর কতি হবে না। মহম্মদ । আচ্ছা, সে যা হ'ক বাদূসা তার কি বল্লেন, বল্ দেখি ? ফতে। আবার কি বলবেন ? তিনি কী কী কয়েছেন, দিল্লি হাতি মাসেই তো মুই তোমায় সব কয়েছি। বাদসার ভাইঝিরে নিয়ে