পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৩৭ ভৈরব। তুমি এসেছ—আমাকে কৃতাৰ্থ করেছ আর কি ? হারামজাদ, আমি তোকে এত ক’রে শিখিয়ে দিলেম–এর মধ্যেই সব জলপান ক'রে বসে আছিস্ ? ফতে। (মহম্মদের প্রতি ফ্যাল ফ্যাল্‌ করিয়া তাকাইয়া ) কি মোরে শেখায়েছ ? ভৈরব ! আমি যে তোকে বলে দিয়েছিলেম যে, আমাকে কখন এখানে সেলাম কবি নে—আমাকে হিন্দুদের মতন প্রণাম কবি, তা এই বুকি ? ফতে। চাচাজি ! ওড মোর ভুল হয়েছে—এই আবার প্যান্নাম করি—( প্রণাম করণ) এই—স্যালামও যা, প্যান্নামও তা ; কথাডা অ্যাহি, ভবে কি না এড হ্যান্থর কায় দা—ওড। মোসলমানির কায় দণ । ভৈরব। আর তোমার ব্যাখ্যায় কাজ নেই—ঢের হয়েছে। ফতে। চাচাজি! ওড়া যে ভুল হয়েছে, তাতো মুই কবুল কচ্চি—আবার ধর্মকাও ক্যান ? ভৈরব। আবার ব্যাটা আমাকে চাচাজি বলে ডাকৃচিস্ ? তোকে আমি হাজার বার ব'লে-দিয়েছি, আমাকে ভৈরবাচাৰ্য্য মশায় বলে ডাকৃবি, তবু তোর চাচাজি কথা এখনও ঘুছলে না ? কোন দিন দেখছি তোর জন্তে আমাকে মুসলমান বলে ধরা পড়তে হবে। ফতে। মুই কি বলুচি ?—মুইতো ঐ বস্চি—তবে কি না অভ বড় বাৎটা মোর মুয়ে আসে না—তাই ছোট করে লয়েছি— Ꮌb°