পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N○b" সরোজিনী নাটক । ভৈরব। ভাল, ন হয়, আচাৰ্য্যিই বল্‌-চাচাজি কিরে ব্যাট ? ফতে। এই দ্যাহ!—মুই আর বলুচি কি ? মুইও তো তাই বলুচি। ভৈরব। তুই কি বলুচিস্ ? আচ্ছ। বল্দিকি আচার্ঘ্যি। ফতে। চাচাজি ;–তুমি যা বলুচ মুইও তো তাই বলুচি। ভৈরব । হা তা ঠিকই বলিচিস্ । (স্বগত) দূর কর—ব্যাটার সঙ্গে আর বোকতে পারা যায় না—(প্রকাশ্যে ) ভাল সে কথা যাক, তুই আস্তে এত দেরি কল্পি কেন বল্দিকি ? ফতে। দের কল্লাম ক্যান ?—মোর যে কি হালু হয়ছাল, তা তে তুমি একবার ও পুছ্‌ করব না চাচাজি ?—খালি দের কল্লি ক্যান ?--দের কল্লি ক্যান্‌! (উচ্চৈঃস্বরে ক্ৰন্দন ) মুই যে কি নাকাল হয়ছি—ত খোদাই জানে—আর কি কব । ভৈরব।—চুপ চুপ, চুপ!-অমন করে চ্যাচাস নে—(স্বগত) এ ব্যাটা আমাকে মজালে দেখুচি, ভাগ্যি এ স্থানটী নির্জন ছিল, তাই রক্ষে –আঃ—এ ব্যাটাকে নিয়ে পারাও যায় না—আবার এ না হ’লেও আমার চলে না। ভাল মুস্কিলেই পড়েছি। ( প্রকাশ্যে ) তোর কি হয়েছিল বল দিকি —আস্তে আস্তে বল্ অত চাচাস নে। ফতে। (মৃদুস্বরে ) আর দুষ্কের কথা কব কি চাচাজি ; মুই এছানে আসছেলাম—পথের মদি হ্যা ব্যাটার মোরে চোর বলি ধর পাকড় করি কয়েদ কলে, আর কত যে বেইজ্জৎ কল্পে তা তোমার সাক্ষাতি আর কব কি——শ্যাসে যহন টাহা কড়ি কিছু পালে না,