পাতা:সরোজিনী নাটক.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b~ সরোজিনী নাটক । তুমি কে পেলিয়েছিলে, তার লাগি তো তোমার গর্দান লেবার হুকুম হয়। তুমি তে। সেই ভয়ে দশ বচ্ছর ধরি পেলিয়ে বেড়ালে, শ্যাষে হ্যাজুদের মন ভোলায়ে, এই হ্যাছ মসজিদের মোল্লা হয়ে বসলে, তুমি তো চাচাজি স্বচ্ছন্দে চাল কলা নৈবিদ্যি খায়ে রয়েছ, মুই ভে৷ আর পারি না। আর তোমায় বলব কি, এই শ্বশানির মধ্যি ভূভির ভয়ে তো মোর রাতির ব্যালায় নিদৃ হয় না । মহম্মদ । আরে মোলো, আসল কথাটা বল্‌ না । অত আগড়ম বাগড়ম বকুচিস্ কেন ? ফতে। এই যে বলুচি শোন না ; তিনি এই কথা কলেন ঝে, যদি হ্যাজুদের মধ্যি তুমি ঝগড়া বাদিয়ে দিতি পার, তা হলি তোমার সব কসুর রেয়াৎ করবেন, আরও বকৃলিস দিবেন। মহম্মদ । ও কথা তো তুই আমাকে পূর্বেই বলেচিস্ ; আর কিছু বলেছিলেন কি না, তাই তোকে আমি জিজ্ঞাসা কচ্চি। ফতে। আবার কি কবেন? মহম্মদ। (স্বগত) আমি বক্সিস্ চাইনে, আল্লাউদ্দিন যদি আমার দোষ মাপ করেন, তা হলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ দেখে এখন বঁাচি। আর ছদ্মবেশে থাকতে পারা যায় না। আর, আমার সেই কষ্ঠাটার না জানি কি হ’ল !—সে যাক-(প্রকাশ্যে ফতেউল্লার প্রতি ) এই দেখ, ঐ শ্মশান থেকে একটা মড়ার মাথার খুলি নিয়ে আয় তো। - ফতে। ও বাবা! এই আঁদার রাতি ওহানে কি অ্যাহন যাওয়া যায় ?