পাতা:সরোজিনী নাটক.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8や সরোজিনী নাটক । একটু পরে আর এ চক্ষু তোমাদের শোভা দেখতে পাবে না। কিন্তু তাতেও আমি তত কাতর নই। তোমাদের আমি অনায়াসে পরিভ্যাগ ক’রে যেতে পারি ; কিন্তু পিতাকে, মাকে, বিজয়সিংহকে ছেড়ে কেমন করে আমি–ওঃ –(ক্ৰন্দন) মা তুমি কোথায় ?—তোমার সঙ্গে কি আর এ জন্মে দেখা হবে না?—আমার এই দশা দেখেও কি তুমি নিশ্চিন্ত আছ ? কুমার বিজয়সিংহ ? তুমিও কি জন্মের মত আমায় বিস্তৃত হ’লে ? যদি কোন অপরাধ করে থাকি তো মার্জন। কর, এই সময়ে একটবার আমাকে দ্যাখা দাও--আর আমি কিছু চাই নে। (ক্ৰন্দন ) - ভৈরব। চতুভূজার উদেশে এই খানে প্রণাম কর। আর ক্ৰন্দন ক’র না। (সরোজিনীর প্রণত হওন ) (ভৈরব খড়গ হস্তে উথান করিয়া) জয় মা চতুভূজে !— লক্ষ্মণ । ( ব্যাকুল ভাবে ) এমন কাজ করিস নে—করিস নে— পাষণ্ড! ক্ষান্ত হ !—ছেড়ে দে আমাকে—রণধীর ! ছেড়ে দাও— ছেড়ে দাও আমাকে, তোমাকে মিনতি কচ্চি ছেড়ে দাও— ভৈরব। মহারাজ! অধীর হবেন না। (পুনৰ্ব্বার খড় উঠাইয়া)— “জয় দেবি ভয়ঙ্করী ! নিখিল-প্রলয়ঙ্করী ! যক্ষ-রক্ষ-ডাকিনী-সঙ্গিনী ! ঘোর কাল-রাত্রি-রূপ। দিগম্বর বুকে দু পা ! রণ রঙ্গ-মৰ্ত্ত-মাতঙ্গিনী !