পাতা:সরোজিনী নাটক.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অঙ্ক।
১৫৫

আপনি গণনায় সুনিপুণ, যদি গণনা করে বলে দিতে পারেন, আমার মা বাপ কে, তা হ'লে আমি এখন নিশ্চিস্ত হ'য়ে ম’রতে পারি।

ভৈরব। (স্বগত) আমার কন্যার অবস্থার সঙ্গে তো খানিকট মিলচে–কিন্তু একি অসম্ভব কথা।–আমি পাগল হয়েছি না কি? কেন বৃথা সন্দেহ কচ্চি—তা যদি হ’ত তো সেই অৰ্দ্ধচন্দ্রের মত জড়ুল চিহ্নটী তো ওর গ্রীবাদেশে থাকত - বয়সের সঙ্গে সঙ্গে আর সব বদলাতে পারে, কিন্তু সে চিহ্নটী তো আর যাবার নয়।

লক্ষ্মণ। (স্বগত) এ স্ত্রীলোকটীকে যেন আমি কোথায় দেখিছি মনে হচ্চে। একবার মনে আস্চে, আবার আস্চে না।

রণধীর। ভৈরবাচার্য মহাশয়! আপনাকে ওরূপ চিন্তিত দেখছি কেন? কার্য্য শীঘ্র শেষ ক'রে ফেলুন। আর দেখুন, হৃদয়ের রক্তে দেবীর অধিক পরিতোষ হ’তে পারে—অতএব তার প্রতি দৃষ্টি-রেখে যেন কার্য্য করা হয়।

ভৈরব। (স্বগত) না—কেন মিথ্য আর সন্দেহ কচ্চি। (প্রকাশ্যে) আর বিলম্ব নাই—এইবার শেষ কচ্চি—আপনি হৃদয়ের রক্তের কথা বল্‌ছিলেন–আচ্ছা তাই হবে। মা! এই খানেই স্থির হয়ে বস। জয় মা চতুর্ভুজে |

(ছুরিকার দ্বারা হৃদয় বিদ্ধ করণ–ও রোষেনারার
ভূমিতলে পতন।)

লক্ষ্মণ। কি ক'ল্লেন মহাশয়? কি ক’ল্লেন মহাশয়? আমার