পাতা:সরোজিনী নাটক.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(ty সরোজিনী নাটক । সৈন্যগণ। মহারাজ ! আমাদেরও তাই মনে হ'চ্চে । রণধীর। সৈন্তগণ! চল,—এখন এই বলির রক্ত লয়ে দেবীকে উপহার দেওয়া যাকৃ। ( শিবিবের পট ক্ষেপণ ও সকলের প্রস্থান।) চতুর্থ গর্ভাঙ্ক। احساساتح---- تعیین مسیحیح -سام---- লক্ষণসিংহের শিবির ! অমলা ও রাজমহিষীর প্রবেশ । অমলা। জানেন দেবি, এই বিপদের মূল কে ? জানেন, অামাদের রাজকুমারী কোন কালসাপিনীকে হৃদয়ের মধ্যে পুষেছিলেন ? সেই বিশ্বাসঘাতিনী রোষেনারা, যাকে রাজকুমারী এত আদর করে র্তার সঙ্গে এনেছিলেন, সেইই আমাদের পালাবার সমস্ত কথা রাজপুত সৈন্যদের বলে দিয়েছিল। রাজমহিষী। সেই আমাদের এই সৰ্ব্বনাশ করেছে! বিধাতা কি ভার পাপের শাস্তি দেবেন না ?—(কিয়ৎক্ষণ পরে ) হা! না জানি এতক্ষণে আমার বাছার অদৃষ্টে কি হয়েছে। অমল ! আমি আর একরার যাই, দেখি এবার আমি মন্দিরের মধ্যে প্রবেশ করড়ে পারি কি না ; আমাকে তুমি আর বাধা দিও না।