পাতা:সরোজিনী নাটক.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >やか○ রাজমহিষী । ( রাজার নিকট আসিয়া ) মহারাজ ! এ দানীর অপরাধ মার্জন করবেন ; আমি আপনাকে অনেক কটুবাক্য বলেছি—অনেক তিরস্কার করেছি, আমার গুরুতর পাপ হয়েছে। লক্ষ্মণ। না দেবি, তাতে তোমার কিছুমাত্র দোষ নাই। আমি যেরূপ দুষ্কৰ্ম্মে প্রবৃত্ত হয়েছিলেম, তাতে আমি তিরস্কারেরই যোগ্য। মহিষি । যেমন পতঙ্গ অনলে আপন হ’তেই পতিত হয়, তেমনি আমি আপনার বিপদ আপনিই আহবান ক’রেছিলেম । (কতিপয় সৈন্যের সহিত ব্যস্তসমস্ত হুইয়। রণধীরসিংহের প্রবেশ । ) রণধীর। মহারাজ ! সৰ্ব্বনাশ উপস্থিত! সৰ্ব্বনাশ উপস্থিত। লক্ষ্মণ। কি হয়েছে ? কি হয়েছে ? বিজয় । মুসলমানদের কিছু সংবাদ পেয়েছেন না কি ? রণধীর। এ যে-সে সংবাদ নয়, তার চিভোরপুরীর অতি নিকটবৰ্ত্ত হয়েছে—এমন কি, আর একটু পরেই চিতোর পুরীতে প্রবেশ করবে। লক্ষ্মণ । কি সৰ্ব্বনাশ! চিতোরপুরী তো এখন একপ্রকার অরক্ষিত, আমার দ্বাদশ পুত্র মাত্র সেখানে আছে—আর তো প্রায় সকল সৈন্তই এখানে চলে এসেছে। এখন সরোজিনী ও মহিষীকে কি ক'রে প্রাসাদে নিৰ্ব্বিঘ্নে লয়ে যাওয়া যায় ?