পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wりぐ2 সরোজিনী নাটক । রাজমহিষী। বাছা, যুদ্ধের কথা কিছুই বলা যায় না। সক, লই দেবতার ইচ্ছা । যা হোকৃ আমরা যে দেবগ্রাম হ'তে নিরাপদে এখানে পৌঁছিতে পেরেছি, এই আমাদের সৌভাগ্য। ( দুরে যুদ্ধ-কোলাহল ও জয়ধ্বনি। ) ঐ শোন, কিসের শব্দ হচ্চে। আমার বোধ হয়, শক্রর নগরতোরণের মধ্যে প্রবেশ করেছে। না জানি, আমাদের অদৃষ্টে কি আছে ; আয় বাছা, এই ব্যালা অগ্নির মধ্যে প্রবেশ করি। অামাদের এখানে আর কেহই সহায় নাই, এখন সকলেই যুদ্ধে মত্ত। সরোজিনী। মা! একটু অপেক্ষা কর, আমার বোধ হচ্চে, কুমার বিজয়সিংহ এখনি জয়ের সংবাদ আমাদের নিকট আনবেন। ( পুনৰ্ব্বার পূৰ্ব্বাপেক্ষা নিকটবর্তী কেলাহল । ) রাজমহিষী। বাছা! ঐ শোন—ঐ শোন, ক্রমেই যেন শব্দটা নিকট হয়ে আসচে। সায় বাছা! আর বিলম্ব না, দুরাত্মা যবনের এখনি হয়তো এসে পড়বে। ঐ দেখু, কে আস্চে, এইবার বুঝি আমাদের সর্বনাশ হ’ল ! (লক্ষণসিংহের প্রবেশ । ) লক্ষ্মণ । মহিষি! আর রক্ষণ নেই। মুসলমানেরা নগরের মধ্যে প্রবেশ ক’রেছে। রাজমহিষী। মহারাজ, আপনি ?—অামি মনে ক'রেছিলেম,