পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অঙ্ক।
১৬৭

আর কে; আ! আপনাকে দেখে যেন আবার দেহে প্রাণ পেলেম, আপনি আমাদের কাছে থাকুন, তা হ’লে আমাদের আর কোন ভয় থাকবে না।

 লক্ষ্মণ। মহিষি, আমি তোমাদের কাছে কি ক’রে থাকব? আমার দ্বাদশ পুত্র সংগ্রামে প্রাণ দিতে প্রস্তুত। তারা এতক্ষণে জীবিত আছে কি না, তাও আমি জানি নে। পূর্ব্বে এই রূপ দৈববাণী হয়েছিল যে, বাপ্পা বংশোদ্ভব দ্বাদশ কুমার একে একে রাজ্যাভিষিক্ত হয়ে যুদ্ধে প্রাণ না দিলে আমার বংশে রাজলক্ষী থাকবে না। আমি মন্ত্রীকে বলে এসেছি যেন এই দৈববাণীর আদেশানুযায়ী কার্য্য করা হয়!

 রাজমহিষী। মহারাজ! আমাকে কি তবে একেবারেই পুত্রহীন করবেন?

 লক্ষ্মণ। মহিষি, তুমি রাজপুত-মহিলা হয়ে ওরূপ কথা কেন বলুচ? যুদ্ধে প্রাণ দেওয়া তো রাজপুতের প্রধান ধর্ম্ম।

 রাজমহিষী। আচ্ছা, মহারাজ! আপনার দ্বাদশ পুত্র যুদ্ধে প্রাণ দিলে আপনার ঘরে রাজ-লক্ষ্মীই বাকি ক’রে থাকবে? আমি তো এর কিছুই বুঝতে পাচ্চি নে। ভা হ'লে তো আপনার বংশ একেবারে লোপ হয়ে গেল।

 লক্ষ্মণ। মহিষ, দেবতাদের কার্য্য মনুষ্য-বুদ্ধির অতীত। যখন এইরূপ দৈববণী হয়েছে, তখন আর তাতে আমাদের কোন সন্দেহ করা উচিত নয়।