পাতা:সরোজিনী নাটক.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৭৪
সরোজিনী নাটক।

ত্যক্ত করব না-কি!—এখনও উত্তর নাই?—হা জগদীশ্বর দারুণ কষ্ট ভোগের জন্যেই কি আমি পৃথিবীতে জন্ম গ্রহণ করেছিলেম? (ক্রন্দন)

আল্লাউদ্দিন ও মুসলমান সৈন্যের প্রবেশ।

আল্লা। এই কি সেই দুঃসাহসিক রাজপুত বীর যে এই অস্ত:পুরের দ্বার রক্ষার জন্যে আমাদের অসংখ্য সৈন্যর সহিত একাকী যুদ্ধ ক'চ্ছিল? (সরোজিনীকে দেখিয়া স্বগত) এই কি সেই পদ্মিনী বেগম?—কি চমৎকার রূপ! কেশ আলুলায়িত–পদ্ম-নেত্র হ'তে মুক্তা-ফলের ন্তায় বিন্দু বিন্দু অশ্রু-বিন্দু পড়চে, তাতে যেন সৌন্দর্য্য আরও দ্বিগুণতর হয়েচে। (প্রকাশ্যে) বেগম! তুমি কেন বৃথা রোদন ক’চ্চ? আমার সঙ্গে তুমি দিল্লীতে চল, তোমাকে আমার প্রধান বেগম করব, তোমার নাম কি পদ্মিনী? তোমার জন্যেই আমি চিতোর আক্রমণ করেছি। যে অবধিই একটা দর্পণে তোমার প্রতিবিম্ব আমার নয়ন-পথে পতিত হয়, সেই অবধিই আমি তোমার জন্যে উন্মত্ত হয়েছি। ওঠ—অমন কোমল দেহ কি কঠোর মৃত্তিকাতলে থাকবার উপযুক্ত?—ওঠ। (হস্ত ধারণ করিবার উদ্যম) -

সরোজিনী। (সত্বর উঠিয়া কিঞ্চিৎ দূরে দণ্ডায়মান হইয়া) অস্পৃশ্য যবন, আমাকে স্পর্শ করিস নে।

আল্লা। বেগম, তুমি আমার প্রতি অত নির্দ্দয় হ’ও না, এস–