পাতা:সরোজিনী নাটক.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৭৬
সরোজিনী নাটক।

ওরূপ কথা ব'ল্‌চ বল দিকি? আমি বল-প্রকাশ ক'ল্লে, কে এখানে তোমাকে রক্ষা ক’রে? এখানে কে তোমার সহায় আছে?

সরোজিনী। জানিস নরাধম, অসহায় রাজপুতমহিলার ধর্ম্মই একমাত্র সহায়।

আল্লা। তবে আর অধিক কথার প্রয়োজন নেই। অনুনয় মিনতি দেখছি তোমার কাছে নিষ্ফল। এইবার দেখব, কে তোমায় রক্ষা করে—দেখব কে তোমার সহায় হয়? (ধরিতে অগ্রসর) সরোজিনী। এই দেখ, নরাধম! আমার সহায় কে?

(অগ্নিকুণ্ডে পতন।)

আল্লা। (আশ্চর্য্য হইয়া) এ কি আশ্চর্য্য ব্যাপার! অনায়াসে অগ্নির মধ্যে প্রবেশ ক’ল্লে?—এতে কিছুমাত্র ভয় হ’ল না?— হা — আমি যার জন্যে এত কষ্ট করে এলেম, শেষকালে কি তার এই হ'ল?

একজন সৈনিক। জহাঁপনা! আপনার ভ্রম হয়েছে, ও বেগমের নাম পদ্মিনী নয়।

আল্লা। তবে পদ্মিনী বেগম কোথায়? সৈনিক। হজরৎ, ভীমসিহ ও পদ্মিনী বেগম স্বতন্ত্র প্রাসাদে থাকেন।

আল্লা। আমাকে তবে সেই খানে নিয়ে চল। সৈনিক। জাহাপনা, সেখানে এখন যাওয়া বৃথা। পদ্মিনী বেগমও এই রকম আগুনে পুড়ে মরেচেন।