পাতা:সরোজিনী নাটক.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অঙ্ক।
১৮১
সতীত্ব রাখিব করি প্রাণপণ,
চিতানলে আজ সঁপিব জীবন—
ওই যবনের শোন্‌ কোলাহল,
আঁয়লো চিতায় আঁয়লো সই !


(সকলে সমস্বরে)
জ্বল্‌ জ্বল্‌ চিতা, দ্বিগুণ, দ্বিগুণ,
অনলে আহুতি দিব এ প্রাণ।
জ্বলুক জ্বলুক চিতার আগুন,
পশিব চিতায় রাখিতে মান।
দ্যাখরে যবন, দ্যাখরে তোরা,
কেমনে এড়াই কলঙ্ক-ফাঁসি;
জ্বলন্ত-অনলে হইব ছাই,
তবু না হইব তোদের দাসী॥


(আর এক দিকে এক জন)
আয় আয় বোন ! আয় সখি আয় !
জ্বলন্ত অনলে সঁপিবারে কায়,