পাতা:সরোজিনী নাটক.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R সরোজিনী নাটক। ভৈরব । মহারাজের জয় হোকৃ। এত রাত্রে যে এখানে পদার্পণ হ’ল—রাজ্যের সমস্ত কুশল ভো ? লক্ষ্মণ । কুশল কি অকুশল ভাই জানবার জন্যই মহাশয়ের নিকট আসা হয়েছে । - ভৈরব। আমার পরম সৌভাগ্য। (ফতের প্রতি) এই খানে তিন খান কুশাসন নিয়ে আয় ভে । - ( আসন লইয়া ফতের প্রবেশ । ) (লক্ষ্মণের প্রতি) মহারাজ ! বস্তে আজ্ঞ হোক। মন্দিরের মধ্যে অত্যন্ত গ্রীষ্ম, এই জন্য এই খানেই বসবার আয়োজন করা গেল। লক্ষ্মণ । ভ বেশ তো, এই স্থানট মন্দ নয়। ভৈরব। এখন মহারাজের কি আদেশ, বল্‌ভে আজ্ঞ হোক। লক্ষ্মণ । এই দ্বিপ্রহর রাত্রে আমি ঐ শ্মশানে একাকী বিচরণ কচ্ছিলেম, এমন সময়ে চিভোরের অধিষ্ঠাত্রী দেবী চতুভূজ আমার সম্মুখে আবির্ভূত হয়ে একটা দৈববাণী করেন ; তার প্রকৃত অর্থ কি, তাই জানবার জন্য আপনার নিকট আমাদের আসা হয়েছে। ভৈরব। কি বলুন দেখি, আমি ভার এখনি অর্থ ক’রে দিচ্চি। লক্ষ্মণ। সে দৈববাণীটী এই ;– “মূঢ় | বৃথা যুদ্ধসজ্জ যবন-বিরুদ্ধে — রূপসী ললনা কোন আছে তব ঘরে,