পাতা:সরোজিনী নাটক.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অঙ্ক।
১৮৩
স্বৰ্গ হতে সব দ্যাখ, দেবগণ,
জ্বলদ-অক্ষরে রাখ গে৷ লিখে।
ম্পৰ্দ্ধিত যবন, তোরাও দ্যাখ রে,
সতীত্ব-রতন, করিতে রক্ষণ,
রাজপুত সতী আজিকে কেমন,
সঁপিছে পরাণ অনল শিখে॥


আল্লা। ওখান থেকে ঐ আহত রাজপুতগণ আবার কি বলে উঠলো—ওর মৃত-প্রায় হয়েছে, তবু দেখছি এখনও ওদের মনের তেজ নির্ব্বাণ হয় নি।


(রাজপুত-মহিলাগণ সমস্বরে)
জ্বল জ্বল চিত, দ্বিগুণ, দ্বিগুণ,
অনলে আহুতি দিব এ প্রাণ,
জ্বলুক্‌ জ্বলুক্‌ চিতার আগুন,
পশিব চিতায় রাখিতে মান।
দ্যাখ, রে যবন, দ্যাখ রে তোর,
কেমন এড়াই কলঙ্ক-ফাঁসি,