পাতা:সরোজিনী নাটক.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অঙ্ক।
১৮৫
স্বাধীনতা-রত্নহারা, অসহায়, অভাগা জননি।
ধন-মান যত, পর-হস্ত-গত,
পর-শিরে শোভে তব মুকুটের মণি।
8
নাহি সাড়া, নাহি শব্দ, কোষ বন্ধ নিস্তেজ কৃপাণ;
শর তৃণাশ্রিত, রণ-বাদ্য হত,
ধুলায় লুটায় এবে বিজয়-নিশান।
দেখিব নয়নে কি গো আর সেই সুখের তপন,
ভারতের দগ্ধ ভালে উদিত হইবে কালে,
বিতরিয়া মধুময়, জীবন্ত কিরণ?
আর কি চিতোর, তোর অভ্রভেদী উন্নত প্রাকার,
শির উচ্চ করি, জয়ধ্বজা ধরি,
স্পরধিবে বীরদপে জগৎ-সংসার?
তবে আর কেন মিছে এ জীবন করিব বহন;
হয়ে পদানত, দাস-ব্রতে রত,
কি মুখে বাচিব বল—মরণি জীবন।